
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা
- Sep 14 2025 03:29
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে রাবেয়া খাতুন (২৬) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহনকারী রাবেয়া খাতুন দুদলী গ্রামের রজব আলী গাজীর মেয়ে।
এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় জানান, তার বোন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। একপর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শয়নকক্ষের আড়ার সাথে রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে জানা গেছে, রাবেয়া খাতুনের সাথে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহ গ্রামের এক ব্যক্তির বিয়ে হয়। এক কন্যাসন্তানের জন্মের পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলে রাবেয়া খাতুন মেয়েকে নিয়ে পিতার বাড়িতে বসবাস শুরু করেন। প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান রাবেয়া খাতুন। দুইবছর সৌদি আরব থাকার পর দেশে ফিরে আসেন তিনি। সৌদি আরব থাকাকালে শ্যামনগর এলাকার এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাবেয়ার। বিয়ের প্রলোভনে রাবেয়ার নিকট থেকে আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নেন কথিত প্রেমিক। সম্প্রতি রাবেয়াকে বিয়ে করতে কিংবা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে তার সাথে রাবেয়ার ঝগড়ার সূত্রপাত হয়। আত্মহত্যার আগে রাবেয়া খাতুন টাকা ফেরত নিয়ে মোবাইল ফোনে তার সাথে বাকবিতন্ডা করার পরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে এসব সূত্র জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান গলায় ফাঁস লাগিয়ে রাবেয়া খাতুন নামে এক নারীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সৌদি প্রবাসী এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি শোনা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা
- Sep 14 2025 03:29
আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন
- Sep 14 2025 03:29
শ্যামনগরে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
- Sep 14 2025 03:29
কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- Sep 14 2025 03:29
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July