Image

কালিগঞ্জে জামায়াতের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্বাচনী প্যানেল বক্তাদের নির্বাচনী কর্মশালা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী বলেছেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয় বরং সত্য ন্যায় ও আদর্শের ভিত্তিতে বাস্তবভিত্তিক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করতে হবে।ছাত্রগণঅভ্যূত্থান পরবর্তী নতুন এই বাংলাদেশের জনগণ আমাদের দায়িত্বশীল জায়গায় বসানোর জন্য ইতোমধ্যে প্রত্যাশা ব্যক্ত করছেন। 

 

উপজেলা জামায়াত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, বহু রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্বের গ্যারান্টি একমাত্র ইসলামই দিতে পারে সেজন্য জাতির কাছে ইসলামী আদর্শের ভিত্তিতে  সত্য ও বাস্তবতা তুলে ধরে জনগনকে সচেতন করার কোন বিকল্প নাই।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার শহীদ আলী মোস্তফা মিলনায়তনে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর সহকারী অধ্যাপক নাসির উদ্দীন।