Image

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়িমা সুলতানা, দ্বিতীয় হয়েছে যৌথভাবে ১ম বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জামান রাহী ও সুরিয়া পারভীন এবং তৃতীয় হয়েছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার।

 

এছাড়া রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা রায়হানা, দ্বিতীয় হয়েছে জান্নাতুল মাওয়া রাহী এবাং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে রাইসা বিনতে জামান ও জ্যোতি ঘোষ।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোশাররাফ হোসাইন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, সুমা বিশ্বাস, রতন কুমার ঘোষ, প্রভাষক অলিউর রহমান, আমিনুর রহমান, নবতরণ গায়েন, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানসহ কলেজের শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।