Image

কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থেকে কালিগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে আরিফ হোসেন নামে দেড়বছর বয়সের এক শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামে।

আরিফ হোসেন দেবহাটা উপজেলার আতাপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

 

কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় নিহত শিশুর পিতা আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল ১০ টার দিকে স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি ভদ্রখালী গ্রামে নিকট আত্মীয় মরহুম আব্দুর সাত্তার গাজীর ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু আরিফ হোসেন। কিছুক্ষণ পর আরিফকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ১ টা ৩৫ মিনিটের দিকে ওই বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। আরিফকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।