
বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে অদৃশ্য শক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে: বেবী নাজনীন
- Sep 21 2025 10:49
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন বলেছেন দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার ফিরিয়ে এনে গনতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দেশের জনগন বিজয়ী হলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। একটি অদৃশ্য শক্তি বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন বানচালে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সে সব ষড়যন্ত্র দেশ প্রেমিক জনতা ব্যর্থ করে দিবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
" তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক" এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মে. শামসুল আলম ও আব্দুল হাফিজ খান। সৈয়দপুর জেলা বিএনপি নেতা প্রভাষক শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, বিএনপি নেতা আহসান হাবিব ময়না, লিয়াকত আলী, সৈয়দপুর উপজেলা যুবদলের সভাপতি মাহফুজ রেজা প্রমুখ।
সমবেশে প্রধান অতিথি বেবী নাজনীন বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ মনে করেছিল দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি। তাই দেশের জনগনের ওপর স্টীম রোলার চালিয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীর উপর চালানো হয়েছে জুলুম নির্যাতন, করা হয়েছিল গুম ও খুন।
কিন্তু গনঅভ্যুত্থানে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টে চোরের মত পালিয়ে গেছে।আওয়ামী লীগের হামলা মামলায় জর্জরিত থাকলেও বিএনপি কোন অন্যায়ের সাথে আপোষ করেনি উল্লেখ করে বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, এ জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সৈনিক।
তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন অন্যায় অপরাধ সহ্য করেন না। দেশের জনগনের জন্য ঈমানের সাথে পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাই আমরা এমন কিছু করবো না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। খুব শিগগির গণজোয়ারের ঢেউ হয়ে তারেক রহমান দেশে আসবেন জানিয়ে তিনি বলেন, দেশের একমাত্র জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে অদৃশ্য শক্তি। তাই তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে এখন থেকে রাজপথে থাকতে হবে। তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটালেও দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাদের ষড়যন্ত্র প্রতিহত করে দেশ ও জাতীর উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে, বলেন তিনি'।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম জানিয়ে বলেন আপনারা আমার মা,আমার বোন। আপনাদের কাছে আমার অনুরোধ আগামি সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। একইসাথে আগামি সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান। বলেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এবং তা হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে । এজন্য সবাইকে বিএনপির পতাকাতলে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে মুরুব্বিদের পরামর্শে তরুণদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক লোকমান হাকিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু সাইদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু
- Sep 21 2025 10:49
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Sep 21 2025 10:49
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
- Sep 21 2025 10:49
কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গাচাষীর মৃত্যু
- Sep 21 2025 10:49
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July