Image

কালিগঞ্জে পাঁচদফা দাবিতে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি: পাঁচদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ খানবাহাদুর আহছানউল্লা (র,) সেতু সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিকী।

 

উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখে মুফতি ছহানিফুর রহমান, মোল্লাহ আকরাম হুসাইন, শেখ ওয়ায়েজুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, ছাত্রনেতা কাজী মুনায়েম কবীর, যুবনেতা মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন, ইসলামী শ্রমিক নেতা মোঃ নুর আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার শেখ নাসির উদ্দীন, মুফতি আমিনুর রহমান, মাওলানা মনিরুজ্জামান মুন্না, মাওলানা মুনছুর আলী, মাওলানা মুহিববুল্লাহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ সমাবেশে দোয়া অনুষ্ঠান পরিচালা করে হাফেজ মাওলানা মুফতী শহিদুল ইসলাম।