
পাঁচদফা দাবিতে কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
- Sep 26 2025 16:27
বিশেষ প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন ফুলতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ফুলতলা মোড় গোলচত্বরে প্রতিবাদ সমাবেশে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় পাঁচদফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখে সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা কাজী মুজাহিদ আলম, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
নেতারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
আরো সংবাদ
কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু
- Sep 26 2025 16:27
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Sep 26 2025 16:27
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
- Sep 26 2025 16:27
কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গাচাষীর মৃত্যু
- Sep 26 2025 16:27
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July