Image

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা মিঠুর ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বেশ কয়েকদিন ধরে তরুণ  প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইব্রাহিম কবির মিঠু। সাতক্ষীরার ৪ টি আসনের সীমানা ভাগাভাগি হওয়ার পরই আলোচনা এসেছেন এই ছাত্রনেতা। সাতক্ষীরা-২ আসনের মনোনয়ন চাইছেন তিনি, ইতোমধ্যে অত্র আসনের মানুষের আলোচনায় উঠে এসেছে তার নাম। 

 

হঠাৎ তাকে নিয়ে আলোচনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, "নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক পথ চলাকে আরও সুগম করতে আমি প্রচার প্রচারণা ও গণসংযোগ করার প্রয়োজন মনে করেছিলাম। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করার সিদ্ধান্ত জানায় আমি। তবে, গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত আড়াইটায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজিদ মাহবুব ষ্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এটাতে আমি খুবই মর্মাহত ও ব্যথিত হই। তার মৃত্যুর খবরটি শোনা মাত্রই অনান্যদের সাথে কথা বলি। 

এরই মধ্যে শতশত কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা গণসংযোগের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলেন। হঠাৎ এই অকাল মৃত্যুর খবরটি আমাকে খুবই ব্যথিত করেছিলো। তবে পূর্ব নির্ধারিত গণসংযোগের দিন পরিবর্তনের আলোচনা করলেও তা সম্ভব হয়নি, পরে আমি ৩ টার পরিবর্তে ২ ঘন্টা পিছিয়ে বিকাল ৫ টায় আয়োজনটি সম্পন্ন করার কথা জানায়। পবিত্র জুম্মার দিনে দুপুরে সাজিদ মাহবুবের জানাযায় উপস্থিত ও দাফন-কাফন শেষ করে বিকাল ৫ টায় আমি গণসংযোগটি সম্পন্ন করি। প্রত্যেকদিন আমি সাজিদ মাহবুবের পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। এবং তাদের পরিবারের প্রয়োজনীয় সকল কাজে আমার সহযোগীতা নিশ্চয় থাকবে ইনশাআল্লাহ।