
শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিতের দাবি
- Oct 02 2025 13:07
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন নিয়ে বিশেষ একটি পক্ষকে সুবিধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (বৃহস্পতিবার) কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বিএনপি সদস্য বঞ্চিত আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা, অলিউর রহমান, আব্দুল গফফার ও সেলিনা খাতুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাতক্ষীরা ৪ আসনের টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, স্বেচ্ছাচারিতা ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যার কারনে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে দলীয় ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিত করার দাবী করা হয়। স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিরিখে বিএনপির দলীয় ভোটার তালিকা প্রণয়ন করে কাশিমাড়ী ইউনিয়নে ওয়ার্ড সম্মেলনের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। কাশিমাড়ীর ওয়ার্ড কাউন্সিলকে নিয়ে নানা জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র জাল বিস্তার শুরু হয়ে গেছে, কিছু কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে ত্যাগী ও দীর্ঘ দিন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অসম্পূর্ণ খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যা সাধারণ নেতাকর্মীদের মনে শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বার বার সাতক্ষীরা-৪ টিম প্রধান জনাব তাসকিন আহমেদ চিশতির কাছে অভিযোগ দায়ের করেও অভিযোগ টি আমলে না নিয়ে একধরনের একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণে উপনীত হয়েছে। যা তৃনমূল সাধারণ নেতাকর্মীদের মনে হতাশা সৃষ্টি হয়েছে। এমনকি তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরো ও চার পাঁচ জন জৈষ্ঠ্য বিএনপি নেতাদের নিয়ে সাংগঠনিক টিম তৈরি করা হলে ও টিমের সদস্যদের মতামতকে উপেক্ষা করে একপ্রকার অগণতান্ত্রিক পথ অবলম্বন করছে। আগামী ৪ অক্টোবর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিলর সম্মেলন স্থগিত করে ত্যাগী, নির্ধাতিত নেতাকর্মীদের ওয়ার্ড কাউন্সিল সম্মেলনে ভোটার অধিকার ফিরিয়ে ওয়ার্ড কাউন্সিলর সম্মেলন করার দাবী করা হয়। বৈরী আবহাওয়া প্রতিকূল উপেক্ষা করে বিএনপির কয়েকশত পুরুষ ও নারীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ
কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু
- Oct 02 2025 13:07
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Oct 02 2025 13:07
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
- Oct 02 2025 13:07
কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গাচাষীর মৃত্যু
- Oct 02 2025 13:07
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July