Image

নীলফামারী-৪ আসনে ধানের শীষের সবুজ সংকেত পেলেন গফুর সরকার

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :দীর্ঘদিন থেকে নীলফামারী - ৪ আসনে (সৈয়দপুর -কিশোরগঞ্জ) বিএনপির সংসদ সদস্য প্রার্থী হতে অনেকেই প্রচার প্রচারণা চালিয়েছেন। দলীয় মনোনয়ন পেতে যার যার অবস্থান থেকে লবিংও করে আসছিলেন তারা। এনিয়ে পাড়া মহল্লার চায়ের টেবিল, অফিস আদালত, হাট বাজারসহ গোটা নির্বাচনী এলাকায় আলোচনা চলছিল বিএনপি থেকে শেষ পর্যন্ত কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী। কেউ কেউ মনোনয়ন প্রত্যাশীদের আগাম নামও বলেছেন। চলছিল নানা জল্পনা কল্পনা। 

 

অবশেষে সে সব জল্পনা কল্পনার অবসান হলো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী - ৪ আসনে (সৈয়দপুর - কিশোরগঞ্জ) সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য সবুজ সংকেত পেয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

 

শনিবার (৪ অক্টোবর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুঠোফোনে তাঁকে (আব্দুল গফুর সরকার) বিষয়টি জানিয়েছেন বলে সৈয়দপুর জেলা বিএনপি থেকে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে রাতেই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন দলের সকলস্তরের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের কাছেও সবুজ সংকেত পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, আর কোন দ্বিধা রইল না, আমরা নীলফামারী- ৪ আসনের জন্য ধানের শীষের প্রার্থী পেয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সবুজ সংকেত দিয়েছেন।

তাই সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জন্য কাজ করবো। নির্বাচনে নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বেগম খালেদা জিয়াকে এমপি উপহার দিব। তিনি বলেন আগামি নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং ও কঠিণ নির্বাচন। তাই এখন বসে থাকার সময় শেষ। আজ থেকে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠে নামলাম। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা কেউ ঘরে যাবো না। 

 

এদিকে রাতেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহরের আনন্দ মিছিল করে। এসময় সড়কের দুপাশে দাড়ানো মানুষজন হাততালি দিয়ে বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানান। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। এসময় জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক ওসমান গনি, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিক দল, জাসাস, জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

 

এদিকে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল গফুর সরকারকে সবুজ সংকেত দেওয়ার সংবাদে দলের সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মহান আল্লাহর কাছে  শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া করা হয়েছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিএনপির প্রার্থী হিসেবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সবুজ সংকেত পাওয়ার বিষয়টি। এমন সংবাদে গোটা নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগনের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সকলের কাছে  দোয়া চেয়েছেন। তিনি বলেন, বিএনপি'র কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি আস্থা রাখায় আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আগামি দিনের রা্ষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সবুজ সংকেত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং জনগণের সেবায় কাজ করার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, সমর্থক এবং সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের প্রতি অঙ্গিকার করে বলেন দলীয় আদর্শ ও নীতি অনুসরণ করে, এলাকার জনগণের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। দলের এই আস্থা ও বিশ্বাসকে আমি দায়িত্বে পরিণত করব ইনশাআল্লাহ।