Image

সতের বছর পর কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

আরাফাত আলী: দীর্ঘ ১৭ বছর পরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মৌতলা বাজারে ফেস্টুন, বেলুন এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

 

অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। 

 

সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কাজী  আব্দুল মঈন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ  অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর আওয়ামী শাসন আমলে যে গনতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ সকল অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। তাই যতক্ষণ পর্যন্ত এই অধিকারগুলো আদায় হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

 

তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে বিএনপি। এছাড়াও প্রধান কার্যালয়টি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। তাই এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।