
কালিগঞ্জে ৪ ইউনিয়নে বিএনপি’র কাউন্সিল নির্বাচন সম্পন্ন
- Oct 11 2025 16:59
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইউনিয়ন শাখার কাউন্সিল নির্বাচন। গত ২৮ সেপ্টেম্বর ৮ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়, ১১ অক্টোবর অনুষ্ঠিত হলো অবশিষ্ট ৪ ইউনিয়নের নির্বাচন। গোপন ব্যালটে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ভোটার তালিকা নিয়ে অভিযোগসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবমিলিয়ে কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা।
জানা গেছে, শনিবার বেলা ২ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার চাম্পাফুল, নলতা, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মোট ভোটার ছিল ৪৫৯ জন। ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে ভোটরদের উপস্থিতি লক্ষ্য করার মতো। নির্বাচনে চাম্পাফুল ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য সাইলুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হাসান। তারালী ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য আরশাদ আলী সানা, সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি ও সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন। নলতা ইউনিয়নে সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব খান। ভাড়াশিমলা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আফসার আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ডালিম।
সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সাংগঠনিক টীমের প্রধান মোঃ আক্তারুল ইসলামসহ জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
আরো সংবাদ
কালিগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দেবহাটার শিশুর মৃত্যু
- Oct 11 2025 16:59
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Oct 11 2025 16:59
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
- Oct 11 2025 16:59
কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গাচাষীর মৃত্যু
- Oct 11 2025 16:59
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July