খুলনা-৬ আসনে বিএনপির সাক্ষাতের ডাক পেলেন আমিরুল ইসলাম কাগজী
- Oct 26 2025 14:18
আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা (খুলনা); খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক আমিরুল ইসলাম কাগজী দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাতের জন্য ডাক পেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এই সাক্ষাতের আহ্বানকে তিনি রাজনীতিতে তার দীর্ঘদিনের তৃণমূল কর্মকাণ্ড ও জনগণের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে দেখছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমিরুল ইসলাম কাগজী সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অনুগত থেকে স্থানীয় রাজনীতিতে জনগণের কাছাকাছি অবস্থান তৈরি করেছেন।
সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে খুলনা-৬ আসনের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে নারী, তরুণ ও নতুন ভোটারদের মধ্যে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরতে তিনি মাঠপর্যায়ে নিরলস কাজ করছেন।
এলাকার স্থানীয় জনগণ জানান, আমিরুল ইসলাম কাগজী একজন মানবিক ও নীতিনিষ্ঠ মানুষ। সাংবাদিকতার মাধ্যমে যেমন তিনি সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন, তেমনি রাজনীতিতেও তিনি মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়নের গতি বাড়বে বলে বিশ্বাস করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সাক্ষাতের ডাক পাওয়া প্রসঙ্গে আমিরুল ইসলাম কাগজী বলেন, আমি সাংবাদিকতার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে চেয়েছি। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। বিএনপির প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। সাক্ষাতের আহ্বান পেয়ে আমি কৃতজ্ঞ, তবে এটাকে আমি দায়িত্বের অংশ হিসেবেই দেখি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবারের নির্বাচনে মনোনয়ন প্রদানে সৎ, ত্যাগী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। সেই ধারাবাহিকতায় খুলনা-৬ আসনে আমিরুল ইসলাম কাগজী অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সাংবাদিকতা জীবন, সামাজিক সংযোগ, তরুণ প্রজন্মের সঙ্গে নিবিড় সম্পর্ক ও ইতিবাচক ভাবমূর্তির কারণে তিনি খুলনা-৬ আসনে বিএনপির জন্য একটি শক্তিশালী প্রার্থী হতে পারেন। যদি দল তাকে মনোনয়ন দেয়, তবে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বিএনপি যদি আমিরুল ইসলাম কাগজীকে মনোনয়ন দেয়, তবে খুলনা-৬ আসনে একটি প্রতিযোগিতামূলক, সৎ ও আদর্শভিত্তিক নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।
আরো সংবাদ
খুলনা-৬ আসনে বিএনপির সাক্ষাতের ডাক পেলেন আমিরুল ইসলাম কাগজী
- Oct 26 2025 14:18
সুনামগঞ্জের পাগলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১০
- Oct 26 2025 14:18
সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপিত
- Oct 26 2025 14:18
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- Oct 26 2025 14:18
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





