Image

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন খুলনা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী রুবায়েদ ও লবী‌

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি'র চেয়ারপার্সন এর কার্যালয়ে ডাক পেয়েছেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইবাদুল হক রুবায়েদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলি আসগর লবী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ খুলনা বিভাগের সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ২৭ অক্টোবর, সোমবার, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ ভার্চুয়াল সাক্ষাৎ সভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-৫ আসনটি বর্তমানে জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি–জামায়াত জোটের প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। ফলে আসন্ন নির্বাচনে এ আসনটি বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছর ৫ আগস্টের পর থেকে ইবাদুল হক রুবায়েদ ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এ আসনটি হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি থাকায় ৫ আগস্টের পরবর্তী সময়ে রুবায়েদ হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তায় বেশি মনোযোগী ছিলেন। ফলে রুবায়েদ হিন্দুদের আস্থা অর্জন করেছেন। খুলনার জুলাই আন্দোলনে ছাত্রসমাজের সাথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়ায় তরুণরা রুবায়েদর প্রতি বেশি আকৃষ্ট হয়েছে।

অন্যদিকে, খুলনা-২ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলি আসগর লবীও বিগত পাঁচ মাস ধরে মাঠে সক্রিয় রয়েছেন এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, খুলনা-৫ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে দলটি রাজনৈতিক পরিস্থিতি, জনসমর্থন এবং জোট–সমীকরণসহ বিভিন্ন বিষয় গভীরভাবে বিশ্লেষণ করবে।

খুলনার প্রবীণ রাজনীতিবিদদের মতে, “এই আসনে বিএনপি যদি সঠিক প্রার্থী মনোনয়ন দিতে পারে, তবে ধানের শীষের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।”

মনোনয়ন প্রত্যাশী রুবায়েদ ও লবী দুই জনের সমর্থকরাই আশা প্রকাশ করেছেন, খুলনা-৫ আসনে বিএনপিকে জয়ী করার দায়িত্ব এবার তাঁদের হাতেই তুলে দেবেন দলের হাইকমান্ড।