Image

সৈয়দপুরে রেল শ্রমিক ইউনিয়নের কারখানা ও ওপেন লাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর)  রেলওয়ে মুর্তজা মিলনায়তনে দুই পর্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোক্তাদির।

 

সম্মেলন  উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দিলীপ কুমার দাস।

 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আখতারুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সৈয়দপুর কারখানা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

 

সংগঠনটির সৈয়দপুর ওপেন লাইন শাখার সম্পাদক মো. দলিলুর রহমান দিলু’র সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাটের দিদারুল আলম দিদার ও শাহাদাৎ হোসেন হিমেল, যশোরের প্রভাষ কুমার মল্লিক, রাজশাহীর রেল শ্রমিক ইউনিয়নের মো. ইদ্রিস আলী, শফিউল ইসলাম রঞ্জু, কৃষ্ণ লাল সরকার প্রমুখ।

 

এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারওয়েল সৈয়দপুর কারখানা শাখার সভাপতি যতীন্দ্র নাথ রায়, শ্রমিক জোটের শফিকুল ইসলাম মোমিন, বিআরইএল এর শাহজাহান আলী প্রমুখ।

 

সম্মেলনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করে শোনান সংগঠনের ওপেন লাইন শাখার সম্পাদক দলিলুর রহমান দিলু। পরে সংগঠনের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ এবং শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

 

এর আগে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সৈয়দপুর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মুর্তজা ইন্সটিটিউট থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয়, বিভিন্ন জেলা ও সৈয়দপুর রেল কারখানা ও ওপেন লাইন শাখার  নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. আখতারুল হক সরকারকে সভাপতি ও মাসুদ রানাকে সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট সৈয়দপুর  কারখানা শাখা কমিটি এবং মিজানুর রহমানকে সভাপতি ও শ্যামল কুমার গুপ্তকে সম্পাদক করে  ৩৫ সদস্য বিশিষ্ট ওপেন লাইন শাখা কমিটি গঠন করা হয়েছে।