সাতক্ষীর-৩ আসনে গরীবের ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ সমাবেশ
- Nov 03 2025 16:16
 
আবু হাসান: সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর নাম না থাকায় ফুঁসে উঠেছে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
সোমবার রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের অংশগ্রহণে বিশাল এই বিক্ষোভ মিছিল নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এ দাবি না মানলে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরো সংবাদ
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় নলতায় হরতাল অবরোধ
- Nov 03 2025 16:16
 
আশাশুনিতে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের পক্ষে ৩১দফার লিফলেট বিতরণ
- Nov 03 2025 16:16
 
সৈয়দপুরে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Nov 03 2025 16:16
 
পাইকগাছায় নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
- Nov 03 2025 16:16
 
সর্বশেষ
Weather
                                            - London, UK
 
13%
6.44 MPH
- 
                                            
                                            23° Sun, 3 July - 
                                            
                                            26° Sun, 3 July 





