Image

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় নলতায় হরতাল অবরোধ

এসএম আরিজুল ইসলাম, নলতা থেকে : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেয়ায় হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা কালীবাড়ি ও পার্শ্ববর্তী এলকায় এসব কর্মসূচি পালন করছেন তারা। 

এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। এর ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

প্রার্থী পরিবর্তন করে জনগণের আকাঙ্খা পূরণের উদ্যোগ না নিলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে বলে মন্তব্য করেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

 

আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন ডা. শহিদুল আলমের সমর্থকরা।

 

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার অভিযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।