Image

ডা. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে জনসভা জনসমুদ্রে পরিণত

আবু হাসান: জাতীয় পার্টির সাবেক নেতা কাজী আলাউদ্দীনকে দেয়া ধানের শীষের মনোনয়ন বাতিল করে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে গণমানুষের প্রিয় নেতা ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত এ সব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হচ্ছে। ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আয়োজন করা হয় জনসভার। কালিগঞ্জে শহীদ সোহরাওয়ার্দী ময়দানে আয়োজিত এ জনসভা বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

 

জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকিরের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এবিএম সেলিম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলাম, উপজেলা যুবদলের আহŸায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, আশাশুনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা তরুণ দলের আহŸায়ক আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হেসেন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, আশাশুনি উপজেলা ছাত্রদলের আহŸায়ক পলাশ প্রমুখ।

 

বক্তারা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্য কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বজনীন নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃৃন্দের প্রতি আহŸান জানান। তানাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ ছাড়া ডা. শহিদুল আলমের বাসায় যেয়ে কাজী আলাউদ্দীন অনৈতিক কর্মকান্ড করা এবং সেসব ভিডিও ফেসবুকে প্রচারের প্রতিবাদে বুধবার (১৯ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী পার্কে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জনসভা থেকে ঘোষণা দেয়া হয়েছে।

 

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর সাতক্ষীরা-৩ আসনে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করে সুবিধাবাধী নেতা কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভে ফেঁটে পড়েন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে হরতাল, সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি, মহিলাদের বিক্ষোভ সমাবেশ, সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ডা. শহিদুল আলমের ভক্তবৃন্দ।