ধানের শীষের বিজয় নিশ্চিতে করণীয় বিষয়ে সৈয়দপুরে যুবদলের প্রস্তুতি সভা ও মিছিল
- Nov 24 2025 15:56
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আগামি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আয়োজনে ওইদিন বিকেল ৩ টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে হবে ওই মতবিনিময় সভা। এতে উপজেলা ও পৌর যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নিবেন।
সংগঠনটির সুত্র জানায়, ধানের শীষের বিজয় নিশ্চিতে মতবিনিময় সভাটি সফল করতে সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ। সংগঠনের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু।
এসময় উপস্থিত থেকে ২৬ নভেম্বরের মতবিনিময় সভা সফল করতে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন যথাক্রমে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেনন, নাইম সরকার, আব্দুস সাত্তার বকুল, খালেদ হাবিব তানভীর আনিস, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন সহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এরআগে রাতে আগামি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীর ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সফল করতে এবং ধানের শীষের সমর্থনে শহরে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধানের শীষের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে পৃথক পৃথক জানতে চাইলে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু ও সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু বলেন, আগামি সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কি কি সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করতে ২৬ নভেম্বরের মতবিনিময় সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এজন্য যুবদলের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানিয়ে তারা বলেন আমাদের অভিভাবক সংগঠন বিএনপির নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রমাণ করতে চাই নীলফামারী - ৪ আসন বিএনপির ঘাঁটি। এজন্য সৈয়দপুর ও কিশোরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা চালিয়ে যাচ্ছে ধানের শীষের পক্ষে প্রচারণা।
আরো সংবাদ
ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের নারী শ্রমিক নিহত
- Nov 24 2025 15:56
শ্যামনগরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
- Nov 24 2025 15:56
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





