Image

শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ নভেম্বর (বুধবার) বিকাল ৩ টায় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জনসভায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, সাবেক উপজেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চলনা করে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলী মুর্তজা। জামায়াত মনোনীত প্রার্থীকে জয়লাভ করতে সকলকে যার যার অবস্থান থেকে ভোটার দের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছানোর আহবান জানানো হয়।

 

এদিকে সকাল থেকে আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ, আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, নওয়াবেঁকী হাইস্কুল, নওয়াবেঁকী কলেজ, ঝুরঝুরিয়া, ছোটকুপট প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় তার সাথে তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।