Image

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আগামী ২০ জানুয়ারি বিশেষ সাংগঠনিক সভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও  কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক  মাহমুদুল হাসান, ২নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারন সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, ৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, সাধারন সম্পাদক সাইলুজ্জামান খাঁন, সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান বাবু, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারন সম্পাদক নুরুজ্জামান পাড়, ৫নং কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিঃ হাসানুর রহমান, সাধারন সম্পাদক কাজী তৌহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী সরদার, ৭নং তরালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী, সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়ালিদ, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী, সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, ৯নং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ১১নং রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলুর রহমান আকাশ, ১২নং মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শেখ ফয়সাল কবীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, মোঃ মারুফবিল্লাহ, প্রচার সম্পাদক আলতাফ হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রানা, নলতা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাহবুব রহমান কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা যুবদলের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, বিএনপি নেতা রাইছুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় আগামী নির্বাচনে মতভেদ ভুলে সকলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।