Image

আগামী ২৪ জানুয়ারি ডুমুরিয়ায় মতুয়া মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আগামী ২৪ জানুয়ারি ডুমুরিয়া উপজেলায়  মতুয়া মহাসম্মেলন সফলের লক্ষে শোভনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় শোভনা ইউনিয়নের সনাতনী মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে মাদারতলা বাজার দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি স্বপন মিস্ত্রি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।

বিষেশ অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতা ও সন্মেলন কমিটির আহবায়ক নিত্যানন্দ মন্ডল, সন্মেলন কমিটির যুগ্ন আহবায়ক পরিতোষ বালা,শেখ ফরিদুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মুস্তাইন, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক,আব্দুল গফফার শেখ,আনসার আলি মোল্যা,শফিকুল ইসলাম, অনুকুল চন্দ্র মন্ডল, ডাঃ সুকান্ত রায়,সুজিত কুমার সরদার, নির্মল মন্ডল, সুকান্ত মন্ডল, রাজিব কুমার গোলদার, অচিন্ত মন্ডল, সমিত কুমার রায়,কামরুল ইসলাম সরদার, ছাত্রদল নেতা অনিক আহমেদ প্রমুখ।