Image

সৈয়দপুরে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে সৈয়দপুর শহরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। 

সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানান। 

এরআগে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গনমিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, শামসুল আলম, হাজী আওরঙ্গজেব, জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মানোয়ার হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপি নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, লুৎফর রহমান চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু,  যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন, সুজাল হক সাজু, জাকির হোসেন মেনন, যুবদল নেতা সালাম রেজা, দেলওয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী, তাঁতীদলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু, মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ জেলা বিএনপি, কিশোরগঞ্জ ও সৈয়দপুর  উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

বিশাল নির্বাচনী গণমিছিলটি ধানের শীষ, ধানের শীষ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় সড়কের দুপাশে দাড়িয়ে থাকা উৎসুক জনতা হাততালি দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

এর আগে গণমিছিল উপলক্ষে বেলা ২ টা থেকেই সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভার ১৫ টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে মাঠে সমবেত হয়। মিছিল ও সমাবেশে প্রায় ২০ হাজারেরও বেশী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।