আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতা রক্ষার নির্বাচন: ইকবাল মাহমুদ টুকু
- Jan 24 2026 14:14
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন- আগামী ১২ ফ্রেব্রয়ারি নির্বাচন হবে স্বাধীনতা রক্ষার নির্বাচন। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক ভোট দিন।
আমরা বাংলাদেশী, আমরা মানবিক মানুষ! এদেশে কোন মানুষ সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘু নেই। হিন্দু মুসলিম খৃষ্টান আমরা সকলেই বাংলাদেশী। স্বাধীনতা বিরোধী শক্তি বয়কট করে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। তারা সাধারণ ভোটারদের কাছে কতিথ জান্নাতের টিকিট বিক্রির নামে দিশেহারা হয়ে পড়েছে।
গতকাল শনিবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতার চত্বরে জাতীয় ঐক্যের প্রতিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়াক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এড.নিপুন রায় চৌধুরী,খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,খুলনা ২ আসনের সাংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম মঞ্জু। আলোকিত অতিথি ছিলেন খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি।
ডুমুরিয়া উপজেলা সনাতনী ঐক্যজোটরে আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক প্রফুল্য কুমার রায়। উপজেলা হিন্দু কল্যাণ জোটের সভাপতি নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় আরও রাখেন সনাতনী ঐক্যজোট নেতা সাগর সাধু ঠাকুর, খুলনা জেলা হিন্দু বৈদ্য খৃষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ,জেলা হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি সত্যেন্দ্রনাথ দত্ত,জেলা পুজা উদযাপন ফ্রন্ট্রের সভাপতি ব্রজেন ঢালি, পরিতোষ বালা, তপন সাহা প্রমুখ।
আরো সংবাদ
কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের কৃষক ও শ্রমিক সমাবেশ
- Jan 24 2026 14:14
সৈয়দপুরে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত
- Jan 24 2026 14:14
শ্যামনগরে ধানের শীষের সমর্থনে বিশাল জনসভা ও গণমিছিল
- Jan 24 2026 14:14
শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা
- Jan 24 2026 14:14
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





