
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
- Dec 27 2024 03:10
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে চেতনা হারান মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরি বিভাগে নেওয়া হয়। গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে তৎক্ষণাৎ আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টার পরও তার চেতনা ফেরানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, মনমোহন সিং বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। এর আগে, তিনি বেশ কয়েকটি গুরুতর শারীরিক সমস্যা মোকাবিলা করেছিলেন।
শৈশব ও শিক্ষা
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহ্ গ্রামে এক শিখ পরিবারে জন্ম নেন মনমোহন সিং। বর্তমান পাকিস্তানের অংশ হওয়া সেই গ্রামে শৈশব কাটালেও দেশভাগের পর তার পরিবার ভারতের অমৃতসরে চলে আসে। ছোটবেলায় মাকে হারিয়ে ঠাকুমার কাছে বড় হন তিনি। প্রথমে উর্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে পাঞ্জাবি ও গুরুমুখী ভাষাতেও দক্ষতা অর্জন করেন।
রাজনৈতিক ও পেশাগত জীবন
১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদানের মধ্য দিয়ে মনমোহন সিংয়ের কর্মজীবন শুরু হয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করে এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়।
২০০৪ সালে কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দুই মেয়াদে (২০০৪-২০১৪) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে পৌঁছায়। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প তার শাসনামলের উল্লেখযোগ্য অর্জন।
শোকের ছায়া
মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্মরণীয় অবদান
ড. মনমোহন সিং তার সততা, নীতিবোধ এবং দক্ষ নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও কূটনৈতিক সাফল্য দেশের ইতিহাসে নতুন দিক উন্মোচন করেছে।
এই মহান নেতার প্রয়াণে ভারতীয় রাজনীতিতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
আরো সংবাদ
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Dec 27 2024 03:10
ইনশাল্লাহ্ আমরা দেশ গঠন করবো: নাটোরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ
- Dec 27 2024 03:10
হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন
- Dec 27 2024 03:10
এক বছরেও গ্রেফতার হয়নি ডুমুরিয়ার চেয়ারম্যান রবির খুনি
- Dec 27 2024 03:10
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July