Image

ইরানে ১৮০ যাত্রী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পর বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করেছিল।  উড্ডয়নের মাত্র ৮ মিনিটের মাথায় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। 

আমেরিকার ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সাথে এই বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়।

তবে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে।  বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মানবকণ্ঠ/এসকে