
বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি কিশোরী গুলিতে নিহত
- Dec 13 2022 09:35
ইন্টারন্যাশনাল ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে রোববার ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১৬ বছর বয়সী নিহত ফিলিস্তিনি কিশোরীর নাম জানা যাকারনা।
ওয়াফা নামে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা বলছে, মেয়েটি যখন তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিল, তখন ইসরায়েলি অফিসাররা তার মাথায় গুলি করে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ঘটনাটি যাচাই করে দেখছে।
যাকারনা হচ্ছে এ বছর নিহত সবচেয়ে কম বয়স্ক ফিলিস্তিনিদের অন্যতম। ২০০৫ সালের পর পশ্চিম তীরে এ বছরই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।
ওয়াফা বলছে, অভিযান শেষে ইসরায়েলি সৈন্যরা ওই এলাকা ত্যাগ করার পর যাকারনার পরিবারের সদস্যরা তার লাশ খুঁজে পায়।
ওই এলাকার বাসিন্দারা বলছেন, একটি বাড়ির ওপর ইসরায়েলি স্নাইপার বা চোরাগোপ্তা বন্দুকধারীরা অবস্থান নিয়েছিল। তাদেরই একজন মেয়েটিকে গুলি করে।
ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যান বলছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের প্রাথমিক তদন্তে দেখা গেছে, যাকারনা যেখানে দাঁড়িয়ে ছিল সেই বাড়ির ছাদ থেকে একটি গুলির শব্দ হওয়ার পর ইসরায়েলি গোপন ইউনিট সেদিকে গুলি চালায়।
ইসরায়েলি বাহিনীর সূত্র উদ্ধৃত করে ক্যান বলছে, ফিলিস্তিনি বন্দুকধারীদের নিক্ষিপ্ত গুলিই যাকারনার গায়ে লেগেছে কিনা সে সম্ভাবনা এখনো বাতিল করে দেয়া হয়নি, তবে এমন হবার সম্ভাবনা কম।
ইসরায়েলি বাহিনী দাবি করছে, জেনিনে অভিযানের সময় তারা তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে এবং এসময় ফিলিস্তিনিরা তাদের দিকে গুলি করছিল।
এ বছর অধিকৃত পশ্চিম তীরে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার প্রায় সবই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয় এবং এরমধ্যে বেসামরিক লোক, বন্দুকধারী এবং সশস্ত্র আক্রমণকারী সবই রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলছে, এ বছর বিভিন্ন আক্রমণে মোট ৩১ জন ইসরায়েলি নিহত হয়েছে।
আরো সংবাদ
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Dec 13 2022 09:35
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Dec 13 2022 09:35
কালিগঞ্জের খানজিয়ায় মাদক, চোরাচালান ও মানবপচার প্রতিরোধে আলোচনা সভা
- Dec 13 2022 09:35
শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক 'দুলু' বহিষ্কার
- Dec 13 2022 09:35
ভারতীয় হাইকমিশনের আয়োজনে ‘নজরুল সন্ধ্যা’ উদ্যাপন
- Dec 13 2022 09:35
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July