Image

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, পুলিশসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি মুদি দোকানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টা ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হাডসন নদীর পারে এ গোলাগুলির ঘটনা ঘটে।

জার্সি শহরের পুলিশ প্রধান মাইকেল কেলি বলেছেন, নিহত ছয়জনের মধ্যে দুজন সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

কেলি বলেন, শহরের দুই স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রথমে একটি কবরস্থানে গোলাগুলি শুরু হলে এক পুলিশ কর্মকর্তা গুলিবদ্ধ হয়ে মারা যান।পরে একটি কোশের সুপারমার্কেটে বন্দুকযুদ্ধ হলে আরও পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়।

জার্সি শহরের এই পুলিশ প্রধান আরও বলেন, হামলাকারীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।

কী কারণে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে তা বলেননি কেলি। তবে তিনি বলেন, তার বিশ্বাস নিহত ওই অফিসার কিছু ‘খারাপ লোককে’ নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।

সিটি পাবলিক সেফটি ডিরেক্টর জেমস শেয়া বলেছেন, আমাদের বিশ্বাস এটি কোনও সন্ত্রাসী হামলা নয়। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/এইচকে