সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ
- Jan 14 2020 17:08
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের দিন সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা থাকায় ভোটের তারিখ পেছানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে শাহবাগের বিভিন্ন সড়ক অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যদি ৩০ তারিখের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দেলনে যেতে বাধ্য হবো।
তারা বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করলো।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকবো না। আমরা কঠোর আন্দোলনে যাব।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য গত ৫ জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
আইনজীবী বলেন, ‘২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য সিটি নির্বাচনের পেছানোর জন্য রিটটি করা হয়েছে।’
মানবকণ্ঠ/এআইএস
আরো সংবাদ
ডুমুরিয়ার আধারমানিক বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
- Jan 14 2020 17:08
লিভারের জন্য বিপজ্জনক যে ৫ খাবার
- Jan 14 2020 17:08
শীতে ঠোঁট ভালো রাখার দারুণ কিছু ঘরোয়া উপায়
- Jan 14 2020 17:08
সৈয়দপুরে সাড়ে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Jan 14 2020 17:08
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Jan 14 2020 17:08
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






