Image

ডুয়েটে আন্তহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হলো আন্তহল ক্রিকেট প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বিকেল ৩টার দিকে ডুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ও বিভিন্ন হলের প্রভোস্টগণ, ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক পরিচালক মোহাম্মদ আবুল কাশেম।

প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট নয়টি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘ক’ গ্রুপে রয়েছে— কেএনআই (পদ্মগোখরো), কেএনআই (ধুমকেতু), এসএম (চ্যালেঞ্জোরস) এবং এসটিএ (থান্ডারস্)।

6 (2)

‌‘খ’ গ্রুপে আছে এসটিএ (স্ট্রাইকারস), এসটিএ (অ্যাসাসাইনস), ড. এফ আর খান (টাইগারস) ও ড. কিউকে (রাইডারস)। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কেএনআই (পদ্মগোখরো) বনাম এসএম (চ্যালেঞ্জোরস) খেলায়
এসএম (চ্যালেঞ্জোরস) ৩৯ রানে জয়লাভ করে।

মানবকণ্ঠ/আরবি