Image

সাংবাদিক ড. মিজান কালিগঞ্জের কাটুনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত 

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১ টায় কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টায় সভাপতি নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি পদের জন্য প্রার্থী হন কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও এডহক কমিটির সভাপতি ড. মিজানুর রহমান এবং একই কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। মোট ৯ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাবিত হন ড. মিজানুর রহামন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী শহিদুল ইসলাম পান ২ ভোট।

ভোট প্রদান করেন যথাক্রমে দাতা সদস্য মোঃ রফিকুল ইসলাম,অভিভাবক সদস্য মোঃ আতাবুজ্জামান, মোঃ জাহিদুর রহমান, হাবিবুর রহমান ও এবিএম আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মর্জিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি (দাখিল) জিএম মুশফিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি (ইবতেদায়ী) মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মেহেরুন নেছা।