
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির
- Aug 08 2025 15:56
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম প্রতিনিধি: "তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়"—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ইসলামী সাহিত্য, সার্টিফিকেট, কলম, পরিবেশবান্ধব গাছ ও সংগঠনের পরিচিতি উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র এবং প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন।
বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, আবু হেনা মাসুম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী এবং জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তানভীর হাসান তামিম।
বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বড় স্বপ্ন দেখে তা বাস্তবায়নে জ্ঞানচর্চা, সময়ের সঠিক ব্যবহার ও ধর্মীয় মূল্যবোধ চর্চার বিকল্প নেই।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি কেবল সংবর্ধনা নয়, বরং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগিয়ে তোলার এক মঞ্চে পরিণত হয়েছে।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 08 2025 15:56
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 08 2025 15:56
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 08 2025 15:56
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 08 2025 15:56
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July