Image

কালিগঞ্জে মাদরাসাতু আল-ফুরক্কান’র প্রীতি সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতু আল-ফুরক্কান এর বার্ষিক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলন শিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।


মাদরাসাতু আল-ফুরক্কান এর সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।


প্রধান অতিথি বলেন, প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেয়া। প্রচলিত শিক্ষা মানুষকে শিক্ষিত হিসেবে গড়ে তুললেও ধর্মীয় ও নৈতিক শিক্ষা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। সমাজ ও দেশকে সম্মৃদ্ধশালী করতে হলে আদর্শ নীতিবান মানুষের খুব প্রয়োজন। সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সন্তানের দিকে সার্বক্ষণিক নজর রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


মাদরাসাতু আল-ফুরক্কান এর অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহামুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রীতি সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আল-হেরা ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবু রাসেল আশকারী প্রমুখ।


মাদরাসার বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা, অভিভাবকদের মতামত, শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা এবং অতিথিবৃন্দের পরামর্শমূলক বক্তব্যের মধ্য দিয়ে এ প্রীতি সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।