
সৈয়দপুরে বন্যার পানি নিষ্কাশনের নালা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
- Sep 27 2023 08:12
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বন্যার পানি নিষ্কাশনের নালা বন্ধের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এ অবরোধ হয় শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কের কুদলর দহলা ব্রীজ নামক এলাকায়। অবরোধ চলাকাল সড়কের উভয়দিকে প্রচন্ড যানজটের সষ্টি হয়।
এ সময় শহরবাসীর দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর কাউন্সিলর আব্দুল খালক সাবু, মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, নাগরিক সমাজের প্রতিনিধি তামিম রহমান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম, আবু তালেব, নজরুল ইসলাম, জাবেদ আলী, আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দহলা ব্রীজ হয়ে খড়খড়িয়া নদীর সঙ্গে সংযুক্ত বন্যার পানি প্রবাহের নালাটি কুদল এলাকার দুর্বত্তায়ন ধরনের কতক ব্যক্তি দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছে। ফলে সম্প্রতি হয়ে যাওয়া বন্যার পানি আটকে গিয়ে পৌর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েক হাজার হেক্টর ফসলি জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়। মানুষের বাড়িঘরে হাঁটু পানি জমে। ফলে জনজীবন স্থবির হয়ে পড়ে। বর্তমানেও আমন ক্ষেত পানির নিচে আছে। এতে করে শত শত কষকের আর্থিক ক্ষতির আশংকা রয়েছে। এ সমস্যা সমাধানে প্রতিবাদী মানুষ সাতদিনের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ করে। সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বহৎ আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
এদিকে অবরোধ তুলে নিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন মুঠাফোনে নীলফামারী জলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে কথা বললে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসের কথা অবরোধকারীদের জানানো হলে বেলা ১২টায় অবরোধ তুলে নেয়া হয়।
এ কথার সত্যতা নিশ্চিত করেন উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।
পরে বিক্ষুব্ধ জনতা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরো সংবাদ
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের সারহুল পার্বণ অনুষ্ঠিত
- Sep 27 2023 08:12
ভারত থেকে ফেরত পাঠানো ৭৮ বাংলাদেশির শরীরে আঘাতের চিহ্ন
- Sep 27 2023 08:12
সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলের আজ দুইটি খেলা অনুষ্ঠিত
- Sep 27 2023 08:12
কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের আত্মহত্যা
- Sep 27 2023 08:12
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July