Image

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ছাত্রলীগের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর কলেজ শাখা নেতৃবৃন্দ। রবিবার(২৪ মাচ) অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর পর কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ওই সমাবেশে বক্তারা অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। সৈয়দপুর কলেজে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দেওয়া হয়নি এমন অভিযোগে তখন থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের অপসারণে দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মিটিং ও 
সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি করে আসছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় রবিবার অধ্যক্ষের অপসারণে সৈয়দপুর সরকারি কলেজের 
অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় ‌জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা শ্লোগান সম্বলিত পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে। পোষ্টারে আরো লেখা হয়েছে, চলছে লড়াই চলবে, ছাত্র লীগ লড়বে। পরে ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কক্ষের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য বলেন ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখার সভাপতি শাহ আলম রনি ও সাধারণ সম্পাদক  মো. আকাশ সরদার। বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান না দেওয়ায় কলেজ অধ্যক্ষ ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন
 সমাবেশ থেকে তারা অবিলম্বে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবি জানান। অন্যথায় আগামীতে কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন। এ নিয়ে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরকারি কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আমার অফিস কক্ষে তালা ঝুলানোর বিষয়টি শুনেছি। তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ এ কলেজের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। ওই দিন আমি সরকারি একটি 
প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রংপুর অবস্থান করছিলাম। অথচ আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করণীয় তা আমি করবো।