Image

সৈয়দপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে মতবিনিময় ও সংলাপ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ প্রকল্পের আওতায় এক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভস্,বাংলাদেশ (রিইব)ওই মতবিনিময় ও সংলাপের আয়োজন করে। শনিবার (২৫ মে) শহরের পাবর্তীপুর সড়কস্থ ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে আয়োজিত ওই মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন, সৈয়দপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার মুন্না ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির (আরটিআই গ্রুপ) সভাপতি মো. শফিকুল আলম।
সৈয়দপুর উপজেলা আরটিআই গ্রুপের উপদেষ্টা সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য বলেন রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ'র (রিইব) সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন সৈয়দপুর আরটিআই গ্রুপের সদস্য সাবেকুন নাহার সিলফিয়া। মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানে তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতার আলোকে আলোচনা অংশ নেন নীলফামারী আরটিআই গ্রুপের সদস্য নজরুল ইসলাম, তারাগঞ্জ আরটিআই গ্রুপের সভাপতি মমিনুর সরকার, সৈয়দপুর আইটিআই গ্রুপের তথ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। 
এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আইটিআই গ্রুপের সদস্য সাদেকুল ইসলাম, রবিউল ইসলাম রতন, গ্রীরিস চন্দ্র শর্মা প্রমুখ।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং  সৈয়দপুর উপজেলাকে দূর্নীতিমুক্ত মডেল উপজেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা এ ধরণের প্রোগ্রাম আরও বেশি বেশি করে আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, নারী উদ্যোক্তা, সাংবাদিক, আইটিআই গ্রæপের সদস্য-সদস্যরা অংশ নেন।