Image

কালিগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ২৯৬ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ

 মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে অধিক ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় বহুমুখী কাজের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে ২৯৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা করে ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নগদ টাকা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শেখ মঈনুল ইসলাম মঈন।
 এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা সাতক্ষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষ ঘড়বাড়ি হারিয়ে কষ্টে জীবন-যাপন করছে। কালিগঞ্জের ২৯৬  পরিবারের পাশে দাঁড়ানোর  কারণে দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সাতক্ষীরা জেলা প্রশাসক পক্ষ থেকে ধন্যবাদ জানান জানান তিনি।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্ট সম্পর্কে তুলে ধরেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর বিজয় বিশ্বাস। 
 
এ সময় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি জাকিয়া রাজিয়া, প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) ও প্রজেক্ট ফোকাল শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আখি, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার অমিয় কুমার মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।