Image

সৈয়দপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভার জরাজীর্ণ রাস্তাঘাটের নির্মাণ কাজ খুব শিগগির শুরু হবে জানিয়ে সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেছেন,ইতিমধ্যে সকল প্রক্রিয়া শেষ হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন হলেই টেন্ডার আহবানের মাধ্যমে চলতি বছরই রাস্তাগুলোর কাজ শুরু হবে। এজন্য পৌরবাসীকে আরেকটু ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন তিনি। বলেছেন এজন্য তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সোমবার (৮ জুলাই)  সৈয়দপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি ওইসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সহ সভাপতি নজির হোসেন নজু। সভায় শহরের রাস্তাঘাটের উন্নয়নসহ পৌর এলাকার যানজট নিরসনে পৌর পরিষদকে আরও কার্যকরী করার পরামর্শ দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিকরুল হক, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, নির্বাহী কমিটির সদস্য কাজী জাহিদ, নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সামনে সাধারণ সম্পাদক এম আর আলম ঝন্টু ও সদস্য নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, পৌর পরিষদ হচ্ছে আমাদের একটি পরিবার। আর ওই পরিবারে সদস্যদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে। তার মানে এই নয় যে আমাদের মাঝে দ্বন্দ্ব রয়েছে। আমরা মিলেমিশে পৌরসভার উন্নয়নে কাজ করছি। তিনি বলেন,গত কয়েকদিন আগে পৌরসভার ঘোষিত বাজেটে উন্নয়নখাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটি আমাদেরকে বাস্তবায়ন করে পৌর এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল দশার বিষয়ে পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, ওইসব রাস্তাঘাট নির্মাণের বিষয়ে পৌর পরিষদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এর ব্যয় নির্বাহের জন্য একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি সম্পন্ন হলেই টেন্ডার আহবানের মাধ্যমে কাজ শুরু করা হবে। এরআগে মেয়র রাফিকা আকতার জাহান প্রেস ক্লাবে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা। পরে ক্লাবের উন্নয়ন বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি পৌর পরিষদের সদস্যদের সাথে আলাপ করে প্রেস ক্লাবে সহযোগিতা করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক গোপাল চন্দ্র রায়, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিলন, নির্বাহী কমিটির সদস্য সাদেকুল ইসলাম, সাংবাদিক আমিরুল হক আরমান, রেজা মাহমুদ, নিজু আগরওয়ালা, মেহেরুন্নিসা, আমিনুর রহমান, জয়নাল আবেদিন হিরো,মাসুদুর রহমান লেলিনসহ অন্যান্যরা।