Image

তিন শতাধিক শীতার্তকে কম্বল দিলো সৈয়দপুর রোটারী ক্লাব

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে তিন শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কস্থ রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।

 এতে সভাপতিত্ব্ করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর'র সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুরের এর চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সৈয়দপুর'র সেক্রেটারি রোটারিয়ান মো. নুরুল হক শাহ্, রোটা: শাহ আহসান হাবীব, রোটা: ডা.মো. দেলোয়ার হোসেন, রোটা: আলহাজ্ব মো. মাহবুব আলম, রোটা: কোহিনুর সিদ্দিকা, রোটা: মমতাজ মিন্টু, রোটা: মো. আজহারুল সরকার রানা, রোটা: মো. আসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ্ব মো. আফতাব আলম জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।