
সৈয়দপুরে শ্যামলী সিটি গ্রুপের রঙিন ঢেউটিন কারখানার উদ্বোধন
- Aug 03 2024 11:55
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটিক) রঙিন ঢেউটিন কারখানা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কামারপুকুর কলাবাগান এলাকার সিটি ইস্পাত লিমিটেড নামের ওই কারখানাটির উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই কারখানার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম ও পূবালী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান। শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাসের
সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য বলেন গ্রুপের চেয়ারম্যান অনন্যা সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, শ্যামলী সিটি
গ্রুপের সকল পরিবেশক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শ্যামলী সিটি গ্রুপের পরিচালক সুশান্ত কুমার দাস জানান, কামারপুকুর কলাবাগান নামক স্থানে ১০ একর জমির ওপর সিটি ইস্পাত
লিমিটেড নামের রঙিন ঢেউটিন তৈরির ওই কারখানাটি গড়ে তোলা হয়েছে। এতে প্রায় দুইশত কোটি টাকা অর্থায়ন করেছে পূবালী ব্যাংক পিএলসি। চিনা প্রযুক্তির সব মেশিনপত্র সম্পূর্ণ স্বয়ংক্রিয় রঙিন ঢেউটিন কারখানাটিতে স্থাপন করা হয়েছে। এ কারখানায় শ্রমিক কর্মচারি মিলিয়ে প্রায় তিনশত জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রতিদিন আড়াই শত টন রঙিন ঢেউটিন উৎপাদন হবে এ কারখানায়।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 03 2024 11:55
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 03 2024 11:55
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 03 2024 11:55
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 03 2024 11:55
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July