সৈয়দপুরে ১৫ দিন পর পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার
- Aug 03 2024 13:57
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১৫ দিন পর পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাত নয়টায় পৌর এলাকার কুন্দল পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির পাকা দেওয়ালের সামনে রাস্তার পাশে ঝোঁপজঙ্গল থেকে ওই পিস্তল ও ম্যাগজিনসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করে থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, সকল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১৮ জুলাই (মঙ্গলবার) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল। ওই দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে সৈয়দপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ের বঙ্গবন্ধু চত্বরে এসে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা
সৈয়দপুর-পার্বতীপুর রেলওয়ে লাইন ও শহরের পাঁচমাথা মোড়ে রাস্তায় ব্যারিকেড দিলে ট্রেন ও সব রকম যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সেখানে দায়িত্বরত আইনশৃংখলাবাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এসময় তারা পুলিশের ওপর ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে তারা সেখানে ট্রাফিক পুলিশ বক্সটি ভাংচুরসহ দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময়
পুলিশ সদস্যরা নিজেদের আত্মরক্ষার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও শর্টগানের গুলি ছুঁড়লে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রুপ ধারণ করে। এ ঘটনায় রংপুর আরআরএফ এর সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হকসহ বেশ কয়েকজন পুলিশ ও শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় আরআরএফ এর এএসআই রেজাউল হকের
পিস্তল ও একটি ম্যাগজিনসহ ছয় রাউন্ড গুলি ছিনতাই হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলার
পর থেকে পুলিশ ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধারে অভিযান পরিচালনা করে আসছিল।
গত শুক্রবার (২ আগস্ট) সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলমের নেতৃত্বে পিস্তল উদ্ধার অভিযান চলছিল। অভিযান চলাকালে ওই দিন রাত নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে শহরের কুন্দল পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি সংলগ্ন পাকা দেওয়ালের সামনে রাস্তার পাশে ঝোঁপ জঙ্গল থেকে গত ১৮ জুলাই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও ছয় রাউন্ড উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম গত ১৮ জুলাই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও ছয় রাউন্ড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
সৈয়দপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
- Aug 03 2024 13:57
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ
- Aug 03 2024 13:57
কল্যাণপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদসহ নাসির লন্ডনী আটক
- Aug 03 2024 13:57
স্বপদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন
- Aug 03 2024 13:57
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






