শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Sep 29 2024 16:00
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে যশোর জেলার কোতায়ালী থানার যশোর আর, এন রোড এর ইসমাইল হোসেনের মেয়ে ইসমিতা জাহান (মনি) লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সহিত তার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে। সে যশোর সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। বর্তমানে প্রাপ্ত বয়ষ্ক এবং পরিপূর্ণ সাবালিকা। সে আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু তার পরিবার ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং আরিফুল ইসলামের সহিত যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে তার বাবা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য মনি উপর চাপ সৃষ্টি করে। বাসা থেকে স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বাহিরে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে এসে বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে ২৪ সালের ২৩শে সেপ্টেম্বর নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে সে স্বামীর বাড়িতে আছে। এই সংবাদ মনির পিতা জানতে পেরে তার স্বামীর বাড়িতে ১৫/১৬ জন ব্যক্তিকে নিয়ে আসে। এ ঘটনা অতিবাহিত হওয়ার পর তার স্বামী আরিফুল ইসলামের আত্মীয় স্বজন যশোর জেলার কোতয়ালী থানার নলডাঙ্গা রোডে অবস্থানরত তার চাচা শ্বশুর মোঃ সাইফুল ইসলাম, চাচড়া ফাঁড়ি এলাকায় ডালমিল পশ্চিম পাড়ায় অবস্থানরত চাচা শ্বশুর মিজানুর রহমান-কে জানমালের ক্ষয়-ক্ষতি করার জন্য লোক মারফত প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে। স্বামীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত করার জন্য কৌশল অবলম্বন করছে। কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলামকে বিবাহ করেছে।এ ব্যাপারে তার শ্বশুর বাড়ীর লোকজন কোন ভাবেই দায়ী নয়। যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে এবং যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরো সংবাদ
সৈয়দপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
- Sep 29 2024 16:00
কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে যাত্রা শুরু করলো ‘রিভার ভিউ ক্যাফে কর্ণার’
- Sep 29 2024 16:00
সুনামগঞ্জেৱ দুলভারচরে বহু বছরের দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ
- Sep 29 2024 16:00
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






