Image

হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করল বন বিভাগ

 এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে একটি হরিণ পুনরায় অবমুক্ত করল বন বিভাগ।

 

৩১ ডিসেম্বর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে চল আসে একটি মায়া হরিণ। স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স ও সি এম সির সদস্যদের নিয়ে হরিণটি উদ্ধার করে। সকাল ৯টার দিকে কলাগা‌ছিয়া বন টহল ফা‌ঁড়ির স্টাফ এর উপ‌স্থি‌তিতে সুস্থ অবস্থায় সুন্দরবনে হরিণটি অবমুক্ত করা হয়।

 

এ ঘটনায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে মুটোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বন্য প্রাণীর লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা জানান, পথ ভুলে অথবা বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসায় তাকে সুন্দরবনে অবমুক্ত করায় বনবিভাগকে আন্তরিক ধন্যবাদ।