Image

সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে  গতকাল সোমবার 

(৩০ সেপ্টেম্বর) সৈয়দপুরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। 

সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে পালন করা হয় দিবসটি। " কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ "এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।  অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।