Image

শ্যামনগরে জমি দখলের হুমকিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জমি দখলের হুমকিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আলমগীর গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্রছায়ায় থেকে নুরনগর ইউনিয়নে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের ও জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লয়াহ আল মামুন এবং তার সহযোগী মামলাবাজ ভবানীপুর গ্রামের আবুল কাশেম বাহিনীর নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন লাঠিয়াল বাহিনী দ্বারা আলমগীর গাজীর পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা করছে। গত ১৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে চিহ্নিত সন্ত্রাসী সাইফুল্ল্যাহ ও আবুল কাশেমের নেতৃত্বে  ভুয়া ভূমিহীনদের নিয়ে আলমগীর গাজীর নামে ও তার ভাইদের নামে মিথ্যা,বানোয়াট মানববন্ধন করেছে।তিনি তার বক্তব্যে আরো বলেন,৯৮/৭২ এর বিধান অনুযায়ী আঃ গফুরের জমি সহকারী কমিশনার ভূমি শ্যামনগর মিস ০২/০৩-০৪ নং কেসের মাধ্যমে বঙ্গীয় প্রজা স্বত্ব আইনের ১৫১ (এইচ) ধারা মতে গত ১০/০৩/২০০৪ তারিখে ৩৮.৫৪ একর জমি খাস করেন।  এ খাস করার মূল কারন ছিল আঃ গফুর পি.ও ৯৬/৭২ অনুযায়ী ১৬২৭/৭২ নং হিসাব বিবরণীতে বিরোধীয় মৌজা গুলোতে মোট ৮.৫৭ একর জমি হিসাব দিয়েছিলেন। কিন্তু পরবর্তিতে তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে যে জমি খরিদ করা হয় পুনরায় তার কোন হিসাব দাখিল না করায় এ জমি খাস করে একসনা ইজারা দেন। গত ১০/০৩/২০০৪ তারিখ শুক্রবার থাকায় আদেশটি বেআইনী বিধায় আদেশের বিরুদ্ধে আঃ গফুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরাতে মিস আপীল ০১/০৪ নং কেস করেন। এ কেসে ইং ০১/০৮/২০০৭ তারিখে আদেশ দেন যে, আঃ গফুর  ও তার পুত্রগন জমি ক্রয় বিক্রয়ের পর যথাসময়ে হিসাব দাখিল না করায় ১৫১ (এইচ) ধারামতে ১,০০০/- টাকা জরিমানা হিসেবে নিয়ে হিসাব বিবরণী সংশোধন করিয়া নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগরকে আদেশ দেন এবং ইং ১০/০৩/২০০৪ তারিখের খাস করনের আদেশ সহ ইং ১৬/০৩/২০০৪ তারিখের একসনা ইজারা বাতিল মর্মে আদেশ দেন।গত ১১/০৩/২০০৯ তারিখের আদেশের বিরুদ্ধে ডিসিআর পক্ষগন বিজ্ঞ ভূমি আপীল বোর্ডে ৫-৬৩/২০০৯ নং (বন্দোঃ) আপীল কেস করেন। ভুমি আপীলবোর্ড এই বিবাদী আঃ গফুরের অনুপস্থিতিতে একতরফা ভাবে পুনরায় দিন না দিয়ে পক্ষকে অবগত না করর আপীলটি ১৭/১০/২০১২ তারিখে মঞ্জুর করেন।গত ১৭/১০/২০১২ তারিখের আদেশের বিরুদ্ধে বিবাদী আঃ গফুর ভূমি আপীল বোর্ডেও ফুল বোর্ডে ৫-৮৪/২০১২ (বন্দোঃ) আপীল করেন। ফুল বোর্ড ভূমি আপীল বোর্ডের ১৭/১০/২০১২ তারিখের একতরফা আদেশটিতে সন্তুষ্ট না হতে পেরে আদেশটি রদ রহিত করে দেন। ইং ৩০/০৮/২০১৫ তারিখে মামলাটি বিধি মোতাবেক নিষ্পত্তি করবার জন্য যিনি অবৈধভাবে খাসকরনটি বাতিল করেছিলেন সেই অতিরিক্ত জেলা প্রশাসক সাতক্ষীরার নিকট রিমান্ড করে পুনরায় বিচার করার আদেশ দেন। গত ৩০/০৮/২০১৫ তারিখের নির্দেশ মতে পূর্বে মিস আপীল ১/২০০৪ নং কেসটি পুনঃজীবিত করে আঃ গফুর সমুদয় কাগজপত্র এবং বর্ননায় সন্তুষ্ট প্রকাশ করেন। কিন্তু ডিসিআর পক্ষ কর্তৃক প্রভাবিত হয়ে তিনি পুর্বেও ০১/০৮/২০০৭ তারিখের রায়ের উপর কোন গুরুত্ব বা আলোচনা না  তাহার নির্দেশিত ১০০০/- টাকা জরিমানা করিয়া ইং ০৩/০৫/২০১৫ তারিখ আপীলটি না মঞ্জুর করিয়া দেন।গত ০৭/০৭/২০১৯ তারিখের আদেশের বিরুদ্ধে আঃ গফুর ভূমি আপীল বোর্ডে ৪-১১৮/২০১৯ (বন্দোঃ) আপীল কেস করেছিলেন যা বিচারাধীন। বর্তমানে তার সমুদয় বিরাধীয় সম্পত্তি হাল জরিপেও তার। এ ব্যাপারে সেনাবাহিনী ও যথাযথ প্রশাসনের কাছে দ্রুত প্রতিকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।