
শ্যামনগরে জমি দখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- Oct 01 2024 14:56
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা'র শ্যামনগরের নুরনগর ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের ও জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন ও মামলাবাজ আবুল কাশেম বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১অক্টোবর (মঙ্গলবার) প্রেসক্লাবের সামনে কয়েক শত লোক সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন ও মামলাবাজ আবুল কাশেম বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামুন রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে এবং আবুল কাশেম ভবানীপুর গ্রামের চিহ্নিত মামলা বাজ। আবুল কাশেম বাহিনীর নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন লাঠিয়াল বাহিনী দ্বারা আব্দুল গফুর গাজীর পুত্র আলহাজ্ব আলমগীর হোসেন জানান, তাদের পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি, অপচেষ্টা ও পায়তারা করছে মামুন ও কাসেম গং। মানববন্ধনে বক্তব্য রাখেন,আলহাজ্ব আলমগীর হোসেন,আতাউর রহমান,মোঃ নজরুল ইসলাম,মোঃ মাহবুবুর রহমান,ছাত্র তাজউদ্দীন প্রমুখ।
বক্তাগণ বলেন অচিরে ভূমিদস্যু চিহ্নিত সন্ত্রাসী সাইফুল্লাহ ও আবুল কাশেম সহ সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী,প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।বিগত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্রছায়ায় তারা প্রায় ১শত বিঘা জমি জবর দখল করে নেন। জবর দখল করা জমি ছেড়ে দিলেও পুনরায় তারা জবর দখল করতে চায়। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Oct 01 2024 14:56
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Oct 01 2024 14:56
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Oct 01 2024 14:56
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Oct 01 2024 14:56
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July