Image

সৈয়দপুরে কলেজ শিক্ষক আসাদের পিতার ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও সৈয়দপুর প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের পিতা বাংলাদেশ রেলওয়ের সাবেক এ এল এম (ট্রেন চালক) হাফিজার রহমান (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মুন্সিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে,  এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ নামাজে জোহর ধলাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক , সাংবাদিক এম আর আলম ঝন্টু, তোফাজ্জল হোসেন লুতু রেজা মাহমুদ প্রমুখ।