
শ্যামনগরে গণদাবির মুখে জবরদখল মুক্ত হলো ১৩ একর জমি
- Dec 08 2024 13:37
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: দীর্ঘদিন ভূমিদস্যুদের কবলে থাকা সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়নের মাহমুদপুর মৌজার এ,সে ২৫৫ খতিয়ানের ১৩-০৩ একর ফসলি জমি দখল মুক্ত হল। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের গণ দাবির চাপে গত ৫-১২ -২০২৪ তারিখ সকাল ১১-০০ টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগি মাহমুদপুর গ্রামের ৪২ টি দরিদ্র পরিবারের সদস্যরা জানায়, মাহমুদপুর গ্রামের শেখ মোস্তফা নামের এ ভূমিদস্যু ইটভাটা করার সুবাদে তাদের ৪২ টি পরিবারের ১৩.৩০-একর জমির ভুয়া কাগজপত্র তৈরি করে। ঐ ভুয়া কাগজপত্র দেখিয়ে শ্যামনগর এসিল্যান্ড অফিস ও স্থানীয় তহশীল অফিস থেকে বড় অংকের টাকার বিনিময়ে ইসমাইল পুর গ্রামের গোলাম রসুলের পুত্র শেখ গোলাম মোস্তফা ওরফে (ভাটা মোস্তফা) সম্পুর্ন জমি দখলে নেয়। পরবর্তীতে স্থানীয় সন্ত্রাসী লাঠিয়ালদের সহযোগিতায় অবৈধ লিজ কাগজ সৃষ্টি করে নির্বিঘ্নে দীর্ঘদিন ভোগ দখল করতে থাকা অবস্থায় গত ৭ই জানুয়ারি ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধ দখলদার গোলাম মোস্তফা কোর্টে মামলা পরিচালনা করতে থাকে এবং তিনটি কোর্টে পরাজিত হলেও লাঠিয়াল বাহিনীর দাপটে জমি নিজ দখলে রাখতে সক্ষম হয়। গত ৫ ই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই জমির প্রকৃত মালিক ৪২ টি দরিদ্র পরিবারের সদস্যরা উপজেলা পর্যায়ের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করে অবৈধ দখল মুক্ত করার প্রার্থনা জানায়।তারই পরিপেক্ষিতে একাধিকবার সকল পর্যায়ের গণ্যমান্য মানুষদের নিয়ে গণশুনানি করে অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলশ্রুতিতে গত ৫ই ডিসেম্বর সকাল ১১-০০ টায় কয়েকশত মানুষের উপস্থিতিতে ১৩-০৩ একার ভুমি সম্পূর্ণ অবৈধ দখলমুক্ত করে প্রকৃত জমির মালিক ৪২ টি দরিদ্র পরিবারের মাঝে দখল বুঝে দেওয়া হয়। এ ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় শ্যামনগর সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছে।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- Dec 08 2024 13:37
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- Dec 08 2024 13:37
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- Dec 08 2024 13:37
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July