Image

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আয়ান তোহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 রবিবার (৮ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়ান তোহা সুলতানপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে।
 
পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় আয়ান তোহা। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।