
বাগেরহাটে অর্থের বিনিময়ে ভোটার করার অভিযোগ বিএনপির ২ নেতার বিরুদ্ধে
- Feb 05 2025 13:29
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে টাকা নিয়ে ভোটার করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শেখ আসাদুজ্জামান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি'র কমিটি গঠন প্রক্রিয়ার সমš^য়করা ৮৮ সদস্যর ভোটার তালিকা করে জমা দেন, কোন এক অজানা কারণে ৮৮ স্থলে ১৮৬ করে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শেখ আব্দুলা আল মামুন রাজনৈতিক ভোল পাল্টিয়ে বিএনপি সেজেছেন এখন ওয়ার্ডের সভাপতি প্রার্থী হয়েছেন। সে এলাকায় বলে বেড়াচ্ছেন টাকা থাকলে সব কেনা যায় আমি মামুন টাকা খরচ করে উপজেলা বিএনপির আহবায় ডাঃ হাবিবুর রহমান ও জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ওয়ার্ডে বিএনপি সদস্য হয়েছি ও ৮৮ ভোটারের স্থলে আমার লোক ঢুকিয়ে ১৮৬ করিয়েছি। আমি এই ওয়ার্ডে বিএনপি'র সভাপতি নির্বাচিত হব। প্রয়োজন হলে ১০ লক্ষ টাকাও ব্যয় করতে হলেও করব। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ রহমান অমিত ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম হোসেন নিকট লিখিত অভিযোগ করেছি। এসময় ইপস্থিত ছিলেন ইউনিয়ার বিএনপির সভাপতি কাজী হায়াত আলী, জেলা শ্রমিক দলের সাবেক সহ সাধারন সম্পাদক লোকমান হোসেন, সদর উপজেলা শ্যমিক দলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, মোঃ আলতাফ হোসেন, মোঃ মুজিবর হোসেনসহ ওয়ার্ড বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোজাফ্ফর রহমান আলোম বলেন, আমি দীর্ঘদিন সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম এবং কাড়াপাড়া ইউনিয়নে আমার নিজ বাড়ি আমি জানি এই ইউনিয়নে কারা বিএনপি করে আর কারা আওয়ামী লীগ করে। এই ১৮৬ জন ভোটারের বিরুদ্ধে যদি কেউ এক জনকেও আওয়ামীলীগের সদস্য প্রমান করতে পারে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Feb 05 2025 13:29
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Feb 05 2025 13:29
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Feb 05 2025 13:29
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Feb 05 2025 13:29
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July